নিউজ ডেস্ক:
কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিম মোকোয়া শহরে ভারী বৃষ্টিপাতে ভূমিধসে নিহতের মধ্যে ৪৪ জন শিশুর মৃত্যু হয়েছে। মোকোয়া শহরটি যেন মৃত্যু পুরিতে পরিণত হয়েছে। মাটি আর পাথরে সমাহিত হয়েছে পুরো এলাকার অনেক মানুষ। যারা বেঁচে আছে তারা হয় আহত, নয়তো নিখোঁজ। খবর বিবিসির।
দেশটির প্রেসিডেন্ট জন ম্যানুয়েল সান্তোস শনিবারেই ঘটনাস্থলে যান। তিনি বলেন, সর্বশেষ মানুষটিকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমরা উদ্ধার অভিযান থামাবো না। ম্যানুয়েল সান্তোস সেখানে জরুরি অবস্থা জারি করেছেন।
এর আগে, শনিবার ভোররাতের দিকে যখন সবাই ঘুমিয়ে ছিল তখন এই ভূমিধসের ঘটনা ঘটে। এ কারণে হতাহতের সংখ্যাও বেশি। তবে উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত থাকায় আসলে কত মানুষ মারা গেছে সেটা এখনি নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
স্থানীয় গণমাধ্যম বলছে মৃতের সংখ্যা ৩শ জন। তবে প্রেসিডেন্ট ম্যানুয়েল সান্তোস জানিয়েছেন, ৪৪ জন শিশুসহ নিহতের সংখ্যা ২০৭ জন। এদের মধ্যে ১৭০ জনের পরিচয় জানা গেছে।