কর্মীদের চাঙ্গা রাখতে রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি মিথ্যাচার করছে: ওবায়দুল কাদের !

0
26

নিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের নেতাকর্মীদের চাঙ্গা রাখতে রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গতকাল রবিবার রাজধানীর বনানীতে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটিএর অভিযান পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত বাংলাদেশের সীমান্ত খোলা থাকবে। মানবিক কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখনও লোক আসছে। তবে পরিমাণ অনেক কম। কিভাবে জনস্রোত আসছিলো সেটা সবাই দেখেছে। তবে এখন আর সেই জনস্রোত নেই। তবে নতুন করে যাতে করে রোহিঙ্গার জনস্রোত সৃষ্টি না হয় সেজন্য জাতিসংঘের কঠোর অবস্থান নেওয়ায় দাবি জানান তিনি।