নিউজ ডেস্ক:
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) এখনো সারা দেশে ছড়িয়ে পড়েনি। তাই এক সপ্তাহের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করা উচিত।এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে করোনা ভাইরাস মোকাবিলায় সর্বদলীয় বৈঠকের আয়োজন করতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান কৃষক দলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু।
শনিবার (১৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের উদ্যোগে করোনা সংক্রমণ রোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।দুদু বলেন, আমরা আশা করব করোনা ভাইরাসের বিষয়টি সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখবেন। একই সঙ্গে আমরা সরকারকে আহ্বান জানাব বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সর্বদলীয় বৈঠকে বসে দেশের জনগণ যে দুর্যোগের মধ্যে আছে তা মোকাবিলার ব্যবস্থা করবে।তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গোটা বিশ্বে করোনা ভাইরাসকে (কোভিড-১৯) ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। এই মুহূর্তে চীন একটু উন্নতির দিকে যাচ্ছে, তবে ইউরোপের দেশগুলোতে করোনা ভাইরাস ভয়াবহ রুপ ধারণ করেছে। বাংলাদেশের করোনা পরিস্থিতি সন্তোষজনক সেটা বলা যাবে না। আমাদের প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেরিতে হলেও বুঝতে পেরেছেন এই ভাইরাস থেকে মুক্ত হতে সার্ককে উজ্জীবিত করতে হবে।এ সময় উপস্থিত ছিলেন—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হক হুদা, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য মাইনুল ইসলাম, মুক্তারা আকন্দ, মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।