করোনা ভাইরাস প্রতিরোধে ঝিনাইদহে গণপরিবহনে পুলিশের অভিযান

0
30

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ

ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধে গণপরিবহনে স্বাস্থ্য বিধি মেনে চলা ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান শুরু করেছে জেলা ট্রাফিক পুলিশ।

বুধবার সকালে শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। সেসময় বিভিন্ন রুটের গাড়ি গতিরোধ করে যাত্রীদের সচেতন করা ও অতিরিক্ত ভাড়ার বিষয়ে সুপারভাইজারদের প্রথমবারের মতো সাবধান করা হয়। এ অভিযান পরিচালনা করেন ঝিনাইদহ ট্রাফিক ইন্সপেক্টর সালাহ উদ্দিন।

তিনি বলেন, গণপরিবহণে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না এমন অভিযোগে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। আগামীতেও অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।