বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

করোনা ভাইরাসে আক্রান্ত টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত !

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সিঙ্গাপুরেই এই ভাইরাসের হদিশ মিলল অভিনেত্রীর শরীরে। সোস্যাল মিডিয়ায় নিজেই সে কথা জানিয়েছেন তিনি।

সোমবারই নিজের সোশ্যাল অ্যাকাউন্টে নিজের একটি ছবি পোস্ট করে ঋতুপর্ণা করোনা সংক্রমিত হওয়ার খবর দেন অনুরাগীদের। লেখেন, ‘আমি কোভিড-১৯-এ আক্রান্ত। তবে সকলকে জানাতে চাই আমি ঠিক আছি। তেমন কোনও অসুবিধা হচ্ছে না। শরীরে করোনার কোনও উপসর্গও নেই। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে ও কোভিড প্রোটোকল মেনেই চলছি। এখন আমি সিঙ্গাপুরে। এখানেই নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি।’

অভিনেত্রী আরও জানান, ‘প্রত্যেককে শান্ত ও সুরক্ষিত থাকার অনুরোধ জানাচ্ছি। আমার বাড়ির সব সদস্য ও কর্মচারীরা ভাল আছেন। আপনাদের শুভকামনার জন্য হাত জোড় করে ধন্যবাদ জানাচ্ছি।’

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই কলকাতাতেই ছিলেন তিনি। ‘অচেনা উত্তম’ ছবির শুভ মহরতে উপস্থিত ছিলেন নায়িকা। ছবিতে সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করছেন ঋতুপর্ণা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular