বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

করোনা আক্রান্ত হয়ে পালিয়ে আসা পুলিশ সদস্য রাকিব এখন সিরাজগঞ্জে ।

নিউজ ডেস্ক:

সম্প্রতি ঢাকা থেকে করোনায় আক্রান্ত ১ পুলিশ সদস্য ঢাকা থেকে পালিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার জগজীবন পুর তার নিজ গ্রামে পালিয়ে আসেন । ওই পুলিশ সদস্যের নাম রাকিব । পরে তার বাড়ী এবং এলাকার লোক জন বাড়িতে প্রবেশ করতে না দিলে পালিয়ে অন্য যায়গায় আশ্রয় নেন ।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর লোক জন জানতে পেরে তাকে শুক্রবার সকালে হাসপালের আইসলেশনে ভর্তি করে নেন । আক্রান্ত ওই পুলিশ সদস্য ঢাকার উত্তরায় আর্মড পুলিশ ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন গত ২১ এপ্রিল তার শরীরে করোনা সনাক্ত হলে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে আইসোলেশনে ভর্তি ছিলেন সেখান থেকে গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার রাত্রে পালিয়ে তার নিজ গ্রামে আসেন ।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন এবং সেখানেই তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন । স্থানীয় প্রশাসন এসে আশ্রয় স্থাল সহ তার বাড়ী লক ডাউন করে দেয় ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular