বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

করোনা আক্রান্ত কৃতী শ্যানন

নিউজ ডেস্ক:বলিউড অভিনেত্রী কৃতী শ্যানন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফিল্মফেয়ারের একটি রিপোর্টে বলা হয়েছে, ‘পানিপথ’ ছবির অভিনেত্রী সম্প্রতি চন্ডিগর শুটিং শেষ করে ফিরেই করোনা পরীক্ষা করেছেন এবং ফলাফল পজিটিভ এসেছে। সম্প্রতি শেষ করা ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন রাজ কুমার রাও। চন্ডীগড় থেকে ফেরার পথে বিমানে বসা একটি ছবি পোষ্ট করে ছিলেন কৃতী। সেখানে তিনি জানিয়ে ছিলেন, চন্ডীগড়ের শুটিং শেষ করে বাড়ি ফিরছি। এরপরই একটি রুমের ছবি পোষ্ট করে লিখেছেন, ১৫দিন পর নিজের বিছানায় ফিরতে পেরে ভালো লাগছে।

অভিনেত্রী মুম্বাই পৌঁছার পর বিমাবন্দরে তাকে মুখ থেকে মাস্ক সরাতে বলা হয়েছিল। তিনি সরাসরি না বলে জানান, এক মিনিটের জন্যও মাস্ক সরানো যাবে না।

সম্প্রতি বরুণ ধাওয়ান, নীতু কাপুর, মনীশ পল এবং পরিচালক রাজ মেহতা করোনা পরীক্ষা করে ফলাফল পজিটিভ পেয়েছেন। তারা সবাই চন্ডীগড়ে ‘যুগ যুগ জিয়ো’ ছবির শুটিং করছিলেন। এই ছবিতে অনিল কাপুর এবং কিয়ারা আদভানি কাজ করলেও তারা করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল পেয়েছেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular