কয়রায় লটারির মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন

0
12
ফরহাদ হোসাইন (কয়রা প্রতিনিধি) :

কয়রা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় “গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ” নির্মাণ শীর্ষক প্রকল্পের টেন্ডার লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল ( ১১)টায় কয়রা উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে সকলের উপস্থিতিতে লটারির মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামুনুর রহমান উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইসতিয়াক হোসেন,উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা রোজাউল করিম, , কয়রা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মোঃ মিজান হোসেন, মনিরুজ্জামান, মিজানুর রহমান, মেহেদী হাসান, আব্দুল্লাহ, ইমরান, কয়রা প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ কামাল হোসেন , কয়রা উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ রিয়াছাদ হোসেন, আলামিন ইসলাম ফরহাদ হোসেন,প্রমুখ।