এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ক্লাসে কমলমতি শিশু ছাত্র-ছাত্রীদের পড়ানোর সময় শিক্ষকরা তাদের মোবাইল ফোন গুলি বন্ধ রাখলে ফোন এলেও শিশুরা অন্য মনোস্ক হবে না, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে ভালভাবে পড়াশুনা করতে হবে।
২৭ এপ্রিল শনিবার সন্ধ্যা ৬টায় বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নে কুড়িটাকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এলজিইডি কর্তৃক ৫৫ লক্ষ টাকা ব্যয়ে দ্বিতল ভবনের উদ্বোধন ও অভিভাবক সমাবেসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের সভাপতি ফজলুল হক এর সভাপতিত্বে ও ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক মমিনুল ইসলাম শাহ-র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাবেক এমপি আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ফিরোজ হাসান, উপজেলা আ’লীগ ক্রিড়া বিষয়ক সম্পাদক ইয়াছিন আলী উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন পল্লী বিদুৎ বীরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম আশরাফুল হক, বীরগঞ্জ পৌর আ’লীগ যুগ্ন সাধারন সম্পাদক রতন ঘোষ পিযুস, ইউনিয়ন আ’লীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান, আ’লীগ নেতা আরিফুজ্জামান আরিফ মাষ্টার, মজিদুল মাষ্টার, সাবেক ইউপি সদস্য মকলেছুর রহমান, তোফাজ্জল হোসেন রাজা প্রমুখ।