বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

কপিক্যাট ম্যালওয়্যারে আক্রান্ত হচ্ছে ডিভাইস !

নিউজ ডেস্ক:

সম্প্রতি কপিক্যাট নামে নতুন একটি অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার খুঁজে পেয়েছেন গবেষকরা। এ ম্যালওয়্যারে আক্রান্ত হয়েছে এক কোটি ৪০ লাখের বেশি অ্যান্ড্রয়েডচালিত ডিভাইস। বহুলব্যবহৃত অ্যান্ড্রয়েড, লিনাক্স ও উইন্ডোজের মতো অপারেটিং সিস্টেম প্লাটফর্মগুলোয় সময়ের সাথে তাল মিলিয়ে সাইবার হুমকি বাড়ছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান চেক পয়েন্টের গবেষকদের তথ্যমতে, গুগল প্লে-স্টোর থেকে নয়, ম্যালওয়্যারটি অবৈধ অ্যাপ বাজার থেকে বিপুল অ্যান্ড্রয়েড ডিভাইসে ছড়িয়ে পড়েছে; যা ব্যবহার করে সাইবার অপরাধীরা ১৫ লাখ ডলারের বেশি হাতিয়ে নিতে সমর্থ হয়েছে। কপিক্যাট ম্যালওয়্যার বিজ্ঞাপন রাজস্ব চুরির জন্য অভিনব কৌশলে নকশা করা হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নিরাপত্তা দুর্বলতা কাজে লাগিয়ে এর মাধ্যমে হামলা চালানো হয়। ম্যালওয়্যারটিতে যুক্তরাষ্ট্রের দুই লাখ ৮০ হাজারের বেশি অ্যান্ড্রয়েড ডিভাইস আক্রান্ত হয়েছে। কিন্তু কপিক্যাট ম্যালওয়্যারের প্রধান লক্ষ্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো।
গবেষকদের দাবি, কপিক্যাট অত্যন্ত শক্তিশালী একটি ম্যালওয়্যার। এর মাধ্যমে কোনো ডিভাইসের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ নেয়ার পাশাপাশি এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে হামলা চালানো সম্ভব। ম্যালওয়্যারটি অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপের নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। কপিক্যাট ম্যালওয়্যারের আক্রান্তের ঝুঁকিতে রয়েছে অ্যান্ড্রয়েডের পুরনো সংস্করণগুলো। যেগুলোয় একাধিক নিরাপত্তা ত্রুটি রয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular