নিউজ ডেস্ক:
স্যামসাংয়ের উদ্ভাবিত ভয়েস অ্যাসিসট্যান্ট বিক্সবি নিয়ন্ত্রিত স্পিকার আনছে প্রতিষ্ঠানটি। এটি হবে স্যামসাংয়ের স্মার্ট স্পিকার। ভেগা কোড নেমে স্যামসাং এটি তৈরি করবে।
যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, স্যামসাং ‘ভেগা’ কোড নেমে স্মার্ট স্পিকার তৈরির পরিকল্পনা নিয়েছে। বছর খানেকের মধ্যেই এটি বাজারে আসবে। এটি হবে স্যামসাংয়ের ভয়েস অ্যাসিসট্যান্ট বিক্সবি নিয়ন্ত্রিত।
এর আগে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের কণ্ঠ স্বর নিয়ন্ত্রিত স্পিকার হোমপড বাজারে ছাড়ে।
স্যামসাং এই বছরের মার্চে ডিজিটাল ভয়েস অ্যাসিসট্যান্ট বিক্সবি অবমুক্ত করে। স্যামসাং দাবি করছে অন্যসব ভয়েস অ্যাসিসট্যান্টের চেয়ে স্যামসাংয়ের বিক্সবির কার্যক্ষমতা অনেক বেশি।