শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

কচুয়ার রাগদৈল শিশু একাডেমীতে ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ

এসো দেশ বদলাই,পৃথিবীতে বদলাই এই প্রতিপাদ্যে চাঁদপুরের কচুয়া উপজেলার অন্যতম সেরা শিশু শিক্ষা প্রতিষ্ঠান রাগদৈল শিশু একাডেমীতে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে একাডেমীর মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একাডেমীর প্রধান শিক্ষক মো. ফারুক হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাহমুদুল হাসান সৌরভের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ডা. আরিফুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংবাদিক জিসান আহমেদ নান্নু,বিশিষ্ট সমাজসেবক মো: ইলিয়াস, মো. বাকির হোসেন সহ আরো অনেকে। এসময় কোমলমতি শিক্ষার্থীরা অনুষ্ঠানকে নৃত পরিবেশন করে মাতিয়ে তোলে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এসময় একাডেমীর অভিভাবক সদস্য ফেরদৌসি আক্তার, নাদিয়া আক্তার মনি,তাহমিনা আক্তার, সহকারী শিক্ষক আবু বকর সোহাগ,ফাতেমা আক্তার,জান্নাত আক্তার,মারিয়া আক্তার সহ একাডেমীর অভিভাবক,শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, রাগদৈল শিশু একাডেমীটি ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে শিশু শিক্ষার আলো ছড়াচ্ছে। পাশাপাশি উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় প্রতি বছর সুনামের সাথে বৃত্তি লাভ করে আসছেন। তাছাড়া দক্ষ শিক্ষক দ্বারা এ একাডেমীতি পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে সাফল্য ধরে রাখতে এমনটাই প্রত্যাশা করছেন একাডেমী কর্তৃপক্ষ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular