চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত হয়েছে।
শুক্রবার কলেজের উদ্যোগে জাতীয় সংগীত পরিবেশন শেষে শিক্ষক,শিক্ষার্থী,কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে একেক করে উপজেলা ছাত্রদল,ইউনিয়ন ও কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত পরিচালনায় করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হকের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আবুল খায়েরের পরিচালনায় বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন মোল্লা,সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম,আবু জাফর সহ আরো অনেকে। এসময় কলেজের অন্যান্য শিক্ষক,ছাত্রদল নেতৃবৃন্দ ও কলেজের শিক্ষারী উপস্থিত ছিলেন।