মো: মাসুদ রানা (কচুয়া প্রতিনিধি)
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ফজলুল হক দ্বায়িত্বভার গ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজের শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এক আলোচনা সভার মধ্য দিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
এসময় কলেজের শিক্ষকগণ, সুশীল সমাজ ও সাধারণ শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এদিকে উপজেলার শংকপুর গ্রামের অধিবাসী মৃত. আব্দুর গফুর মাষ্টারের সুযোগ্য সন্তান মো. ফজলুল হক ২০০১ সালে প্রভাষক হিসেবে পদার্থ বিজ্ঞান বিষয়ে যোগদান করেন।
পরবর্তীতে তিনি ২০০৬ সালে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতী পান এবং ২ জানুয়ারি বৃহস্পতিবার ওই কলেজের সাবেক অধ্যক্ষ নজরুল ইসলামের অবসরজিনত বিদায়ের কারনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহন করেন তিনি।
পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফজলুল হক দায়িত্ব গ্রহণ একটি নতুন অধ্যায়ের সূচনা। তার প্রশাসনিক দক্ষতা এবং শিক্ষার প্রতি তার অঙ্গীকার প্রতিষ্ঠানটির উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
কলেজটি আগামী দিনে এক নতুন দিগন্তে পৌঁছাবে। শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এবং শিক্ষকদের পরামর্শ নিয়ে তিনি কলেজটিকে একাডেমিক মানের একটি মডেল প্রতিষ্ঠানে পরিণত করতে চান। তার নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাসরুমমুখী হবেন, যার ফলে শিক্ষার পরিবেশ উন্নত হবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে। এজন্য শিক্ষক,অভিভাবক ও এলাকাবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
এসময় কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন,আব্দুল কুদ্দুস,বিল্লাল হোসেন মোল্লা,ইয়ার আহমেদ,সেলিম হোসেন,ধনঞ্জয় চক্রবর্তী,ইকবাল আহমেদ মিঠু সহ কলেজের অন্যান্য শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।