শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

কচুয়ার তেগুরিয়ায় ২ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী তেগুরিয়া বাইতুল মামুর কেন্দ্রীয় জামে ও যুব সমাজের যৌথ উদ্যোগে ২ দিন ব্যাপী ৯ তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল শনি ও রবিবার অনুষ্ঠিত হয়েেছে ।

মাহফিলের ২য় দিনে প্রধান মেহমান হিসেবে মাহে রমজানের তাৎপর্য নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন,কুমিল্লার নাগাইশ দরবার শরীফের পীর আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন আলোচিত বক্তা আলহাজ হযরত মাওলানা মোশতাক ফয়েজী।

তেগুরিয়া বাইতুল মামুর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ মোখলেছুর রহমান মেম্বারের সভাপতিত্বে মাহফিলে ১ম দিনে প্রধান মেহমান হিসেবে বয়ান রাখেন,কচুয়ার শাজুলিয়া দরবার শরীফের পীর আবুল হাসান শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলী, প্রধান তাফসির কারক হিসেবে বয়ান রাখেন, হাজীগঞ্জ আল কোরআন একাডেমিক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হযরত মাওলানা হাফিজ আহমাদ আনসারী, ঢাকা মাতুয়াইল আল মনসুর ট্রাস্ট জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা ইমাম হোসাইন ও কচুয়া বুধুন্ডা জামে মসজিদের হযরত মাওলানা আবুল বাশার আশরাফী।

মাহফিল পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও রিয়েল ভিশন গ্রুপের চেয়ারম্যান মাওলানা ওমর ফারুকের পরিচালনায় ২য় দিনে তাফসির পেশ করেন, ঢাকা মিরপুর মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা মীর হোসাইন আল আজহারী, ঢাকা মহানগর দক্ষিণের বাংলাদেশ মাজলিসুর মুফাসসিরীন অফিস সম্পাদক মুফতি মাসুম বিল্লাল আল মাদানী ও তেগুরিয়া বাইতুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফেজ নজরুল ইসলাম।

তেগুরিয়া সমাজ কল্যাণ সংস্থার সার্বিক সহযোগীতায় উক্ত মাহফিলে বিশেষ আকর্ষন হিসেবে ইসলামি সংগীত পরিবেশন করেন, তেগুরিয়া শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ।
পরে দেশ জাতি ও বিশ্বের মুসলিমের শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ করা হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular