চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মাসনীগাছা উচ্চ বিদ্যালয়ের ৫ জন শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার প্রাক্তন শিক্ষার্থীদেও আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো.আমিনউল্যাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী। আয়োজক কমিটির সদস্য সাইফুল ইসলাম চৌধুরী,আবুল বাসার ও মনির হোসেনের যৗথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আহবায়ক ডা: কবির হোসেন সোহেল।
বক্তব্য রাখেন,সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ এলাহী সুভাষ, সহকারী প্রধান শিক্ষক অরুন চন্দ্র দাস,প্রাক্তন শিক্ষার্থী অ্যাড: মোঃ ইব্রাহিম খলিলম জুমদার, আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন সোহাগ,বিশিষ্ট সমাজ সেবক,মুজাম্মেল হক কুটু, সাবেক ইউপি সদস্য ফজলুল হক মজুমদার ,প্রাক্তন শিক্ষার্থী মোজাম্মেল হোসেন সুমন ও ফখরল ইসলাম সোহেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদায়ী শিক্ষক আব্দুর রহমান বি.কম,সফিকুর রহমান ও হারুনুর রশিদ প্রমুখ।