মো: মাসুদ রানা(কচুয়া)
চাঁদপুরের কচুয়া উপজেলার সেঙ্গুয়া গ্রামে দুটি বাড়িতে ঢুকে চুরি করে পালানোর সময় এক চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রবিবার রাতে সেঙ্গুয়া গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে।
আটককৃত চোর সোহেল হোসেন একই গ্রামের সেলিম মিয়ার ছেলে। আটককৃত সোহেলকে সোমবার কচুয়া থানা পুলিশ চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরন করা করেছেন।
প্রত্যক্ষদর্শী নুরু উদ্দিন ও আব্দুর রহমান জানান, রবিবার রাতে সোহেল হোসেন একই গ্রামের পাটোয়ারী বাড়ির আলামিন পাটোয়ারীর ঘরে চুরির চেষ্টা করে। চেষ্টায় ব্যর্থ হলে পরবর্তীতে মুন্সী বাড়ির রশিদ মুন্সীর ঘরে চুরি করে। পালানোর সময় তাকে আমরা হাতে নাতে আটক করি। কিন্তু সে আমাদের চুরি দিয়ে আঘাত করে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। সে এলাকায় বিগত দিনে কয়েক বার চুরি করেছে, আমরা তার শাস্তির দাবি জানাই।
ভূক্তভোগী মিনোয়ারা বেগম ও মর্জিনা বেগম জানান, আমাদের ঘরে রাতে কেউ ছিল না, এই সুযোগে রাতের আধারে ঘরে প্রবেশ করে নগদ ১৩ হাজার টাকা,রূপার নুপুর,লাইট সহ অন্যান্য মালামাল নিয়ে যায়। পরে স্থানীয়রা টের পেলে পালানোর সময় সে আটক হয়। আমরা তার বিচার চাই।
ইউপি সদস্য গাজী রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে শুনেছি আটককৃত চোরের সাথে আরো ২জন ছিল, তারা পালিয়ে গেছে। আমরা পুলিশ প্রশাসনের মাধ্যমে আটককৃত চোরের শাস্তির দাবি জানাই।
কচুয়া থানার এসআই মো. দেলোয়ার হোসেন বলেন, চুরি করে পালনের সময় স্থানীয় জনতা সোহেল নামের এক চোরকে আটক করে। খবর পেয়ে তাকে উদ্ধার করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।