মো: মাসুদ রানা (কচুয়া)
চাঁদপুরের কচুয়ায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ৪জন গুরতর আহত হয়েছে। রবিবার সহ গত কয়েক দিন ধরে উপজেলার পালাখাল গ্রামের বিশ্বনাথ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। কুকুরের কামড়ে আক্রান্তরা হলেন,পালাখাল গ্রামের সাবেক ইউপি সদস্য বিশ্বনাথ মেম্বারের বাড়ির বৃন্ধা রানী সাহা (৭০), ভাষান সাহা (৫৫), আরতী রানী সাহা (৫০) ও জামাল হোসেন (৫০)। আহতরা স্থানীয় ক্লিনিক সহ উপজেলা সাস্থ্য কমপ্লেক্স থেকে ভ্যাকসিন নেয়া সহ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ওই বাড়িসহ এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন ধরে একটি কুকুর ওই বাড়িতে ছোটাছুটি করছিল। হঠাৎ কুকুরটি বাড়ির কয়েকজনকে আক্রমন করে। এতে গুরুতর আহত হয় তারা।
কুকুরের কামড়ে আহত আরতী রানী সাহা,ভাষান সাহা সহ একাধিক লোকজন জানান, কয়েক দিন ধরে আমাদের বাড়িতে বাচ্চাসহ কুকুরটি রয়েছে। কিন্তু সামনে যাকে পাচ্ছে, তাকে আচমকা কামড়াচ্ছে। কারো হাতে,আবার কারো পায়ে কামড় দিয়ে মাংস ছিঁড়ে নেয়। এতে গুরুতর আহত হই আমরা। তবে প্রাথমিক চিকিৎসা নিয়েছি আমরা।
আহত জামাল হোসেন জানান, পালাখাল দক্ষিন পাড়া থেকে বাজারে আসার সময় পিছন থেকে আমাকে আক্রমন করে কামড় দিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় ক্লিনিকে ভ্যাকসিন নিয়েছি। কুকুরের কারনে আমরা ও এলাকাবাসী আতংকে আছি।
উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ডা. শাওকাত হোসেন সুমন বলেন, প্রতিবছরই কুকুরকে ভ্যাকসিন দেয়া হচ্ছে। তবে চলতি বছর এখনো ভ্যাকসিন দেয়া হয়নি। এদিকে এসব জলাতংক কুকুর থেকে আমাদের সাবধান থাকবে হবে। পর্যায়ক্রমে বরাদ্দ আসলে উপজেলার বিভিন্ন স্থানে কুকুরের ভ্যাকসিন দেয়া হবে।
কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সোহেল রানা জানান, কুকুরে কামড় দিলে দ্রুত হাসতপালে নিয়ে আসতে হবে এবং ভ্যাকসিন দিতে হবে। তাছাড়া আক্রান্ত স্থানে সাবান দিয়ে ভালো করে ধৌত করতে হবে। কুকুরের আক্রমন থেকে আমাদের সাবধানতা অলম্বন করতে হবে।