রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

কচুয়ায় আফজাজুল হক ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

মো: মাসুদ রানা (কচুয়া)

চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আফজাজুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ২য় বারের মতো মেধা বৃত্তি পরীক্ষার নিরপেক্ষ ফলাফল ঘোষনা করা  হয়েছে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও শিক্ষানূরাগী ডা: মো: আরিফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে গেেেলা ২১ ডিসেম্বর সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় ও রাগদৈল ইসলামিয়া আলিম মাদ্রাসায় পৃথক ২টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বৃত্তি পরীক্ষায় কচুয়া উপজেলার ৬টি ইউনিয়নের দুটি ভাগে  ৪র্থ থেকে দশম শ্রেনীর মোট ৬শ ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। তন্মধ্যে ১০৮ জন শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে বৃত্তি লাভ করে।
এেিদক সোমবার সকালে ওই মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রাগদৈল ইমাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মনোরঞ্জন দাস প্রধান অতিথি হিসেবে ফলাফল কার্যক্রম উদ্বোধন করেন। এ সময়  পরিচালক ফারুক হোসেন, আবদুল বারীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, আগামী ২১ শে ফেব্রুয়ারী এ পরীক্ষায় উত্তীর্ন বৃত্তিপ্রাপাপ্ত শিক্ষার্থীদের সার্টিফিকেট ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular