কচুয়ায় অশ্রুসিক্ত নয়নে সজ্জিত গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায়

0
3

মো: মাসুদ রানা,(কচুয়া প্রতিনিধি)

চাঁদপুরের কচুয়া উপজেলার দোয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বিদায়ের নানা আনুষ্ঠানিকতার শেষে বুধবার বিকালে সুসজ্জিত একটি প্রাইভেট কারে সকলের প্রিয় এই সহকারী শিক্ষককে বাড়ি পৌঁছিয়ে দেন শিক্ষার্থীরা।

দীর্ঘ ৩৬ বছর কর্মজীবন শেষে ১১ ডিসেম্বর অবসরে গেলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভগবতী রানী সরকার। শিক্ষককে বিদায় জানাতেই এমন আয়োজন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। বিদায় বেলার এমন আয়োজনে আবেগ-আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়লেন অবসরজনিত বিদায়ী শিক্ষক ভগবতী রানী সরকার।

জানা যায়, ১৯৮৪ সালের ২৫ মার্চ দোয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন তিনি। তার কর্মজীবনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন সে। এ প্রথম কোনো বিদায়ী শিক্ষককে জমকালো আয়োজনের মাধ্যমে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। তার এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে। তিনি দোয়াটি গ্রামের ডাক্তার বাড়ির স্বপন কুমার মজুমদারের স্ত্রী।
বিদ্যালয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু ননী গোপাল দাসের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কানাই সরকারের পরিচালনায় আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার বাবু সুভাষ চন্দ্র সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দুলাল চন্দ্র দাস,সাবেক সভাপতি সুমন সরকার,মেঘদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র বাইন,পালাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,সফিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন মিয়াজী,বাচাঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহদেব চন্দ্র সরকার সহ আরো অনেকে।

এসময় সেঙ্গুয়া ভুঁইয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাগরিকা সরকার,ইউপি সদস্য পরিমল সরকার,দশরত সরকার,রনজিত সরকার সহ এলাকার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।