নিউজ ডেস্ক:
ডিআর কঙ্গোর অস্থিতিশীল পূর্বাঞ্চলে জাতিসংঘ সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের হামলায় একজন শান্তিরক্ষী নিহত ও আরও ১২ জন আহত হয়েছেন। সোমবার জাতিসংঘ মিশনের একজন মুখপাত্র এ কথা জানান।
তিনি বলেন, বেনিতে এ হামলা চালানো হয়। এখানে জাতিসংঘ বাহিনীর সাথে উগান্ডা নিয়ন্ত্রিত এলাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ)-এর লড়াই চলছে। জাতিসংঘ ঘাঁটিতে স্থল ও বিমান বাহিনী মোতায়েন রয়েছে।
রবিবার কংগো বাহিনীর সাথে বিদ্রোহীদের এ সংঘর্ষ ঘটে। এর একদিন আগে এডিএফ স্থানীয়দের ওপর হামলা চালায়। এতে ৪০ জন প্রাণ হারায়। জাতিসংঘ হতাহত সৈন্যদের পরিচয় জানায়নি।
খনিজ সম্পদে সমৃদ্ধ ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে গত ২০ বছর ধরেই অস্থিতিশীলতা চলছে।