বিপ্লব নাথ (চট্টগ্রাম) : কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট সংলগ্ন স্থানে একটি ফিশিংবোট ডুবে গেছে। বুধবার সকাল ১০টার দিকে এই বোটডুবির ঘটনা ঘটে। উদ্ধার জেলেদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে বোটে থাকা ৮ জেলেকে উদ্ধার করেছে সৈকতের জেটস্কি চালকেরা। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার শিকার ফিশিংবোট আবুল কাসেম এ খবর জানিয়েছেন।
বিপদাপন্ন জেলেরা হলেন, সদরের খুরুশকুলের শফিক (৩৭), শাহাবুদ্দিন (৪৫), আবদুল গফুর (৫৬), আয়ূব আলী(৩৪), শহরের সিটি কলেজ এলাকার সেলিম (২৪), আয়াজ বাবুল (২০), জহির (৩৪) ও করিম উল্লাহ (৩৩)।
উদ্ধারকারী জেটস্কি চালক মো. আবছার মিয়া জানান, প্রবল ঢেউয়ের কবলে পড়ে বোটটি ডুবে যায়। তা দেখতে পেয়ে মো. আবছার মিয়া ও মো. হোসেন নামে দু’জন জেটস্কি চালক জেটস্কি নিয়ে ডুবে যাওয়া জেলেদের উদ্ধারে এগিয়ে যায়। ততক্ষণে ট্যুরিস্ট পুলিশের একটি টিমও উদ্ধার কার্যক্রমে অংশ নেন। বেশ কিছুক্ষণ প্রচেষ্টা চালিয়ে বোটের ৮ জেলেকেই উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারীরা। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।
ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) হোসাইন মোঃ রায়হান কাজেমী জানান, বোটটি গভীর সাগরের মাছ ধরতে যাওয়া পথে ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। খবর সাথে সাথে ট্যুরিস্ট পুলিশের টিম ও দু’জন জেটস্কি চালক অভিযান চালিয়ে ডুবে যাওয়া জেলেদের উদ্ধার করেন। জেলেকে আশঙ্কাজনকভাবে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।