বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

কক্সবাজারে জেলা শ্রমিক লীগ সভাপতিসহ দুজন গ্রেপ্তার

কক্সবাজার জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম কালু (৫০) সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছাত্রজনতার আন্দোলনে হামলার অভিযোগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে জেলা শ্রমিক লীগের সভাপতি ও শহরের বাহারছড়ার বাসিন্দা শফিকুল ইসলাম কালুকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে আরেকটি অভিযানে জেলা ছাত্রলীগ নেতা সদরের ঝিলংজা ১ নং ওয়ার্ডের বড়ছড়া এলাকার আবুল হোসেনের ছেলে আবু সুফিয়ান নয়নকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি জানান, গ্রেপ্তার দুইজন কক্সবাজার সদর মডেল থানায় দায়েরকৃত ছাত্র–জনতার ওপর হামলার মামলায় এজাহারভুক্ত আসামি নয়। তবে অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার তাদের আদালতে সোপর্দ করার পর আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular