কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদকে মাস্টার্সের সমমান ঘোষণা: প্রধানমন্ত্রী

0
32

নিউজ ডেস্ক:

কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদকে মাস্টার্সের সমমানের স্বীকৃতি দিয়েছে সরকার। প্রতিষ্ঠানটির স্বতন্ত্র বৈশিষ্ট্য ও দেওবন্দের আট মূলনীতি অক্ষুণ্ন রেখে কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি দাওরায়ে হাদিসকে ইসলামিক স্টাডিজ এবং আরবিতে মাস্টার্সের সমমান ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাতে গণভবনে কওমি আলেমদের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। গণভবনের উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের আমির ও বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের (ঢাকা বেফাক) সভাপতি আল্লামা শাহ আহমদ শফীসহ কওমি শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতনরা।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে দেশের ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে কওমি সনদের স্বীকৃতির বিষয়ে সবাই ঐকমত্যে পৌঁছান। এরপর শুরু হয় সনদের রূপরেখা প্রণয়নের কাজ।