বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ওয়েস্ট হ্যামের কাছে হারল চেলসি !

নিউজ ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের ১৯তম স্থানে থেকে খেলতে নামা ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে হেরে গেছে চেলসি। অবনমন অঞ্চলের এই দলটির কাছে ১-০ গোলে হেরেছে আন্তোনিও কোন্তের শিষ্যরা।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে শুরুতে অনেকটাই এলোমেলো খেলে চেলসি। আর তাতেই হোচট খায় ব্লুজরা। সতীর্থের সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে কোনাকুনি শটে ওয়েস্ট হ্যামের জার্সিতে প্রথম গোলটি করেন এই মৌসুমে দলটিতে যোগ দেওয়া অস্ট্রিয়ার ফরোয়ার্ড মার্কো আর্নাউটোভিচ।

পিছিয়ে পড়ার পর একের পর এক আক্রমণে স্বাগতিকদের রক্ষণে চাপ বাড়ায় চেলসি। কিন্তু বিরতির আগে কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধেও একইভাবে অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণ করে ফল পায়নি চেলসি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular