বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ওয়ানডে দলে ফিরলেন বিতর্কিত স্টোকস !

নিউজ ডেস্ক:

ব্রিস্টলে নাইটক্লাবের বাইরে মারামারির ঘটনায় গত সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা বেন স্টোকস ইংল্যান্ডের ওয়ানডে দলে জায়গা পেয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে তাকে রাখা হয়েছে।

তদন্ত শেষে নির্দোষ প্রমাণিত হলে স্টোকসের খেলায় বাধা থাকবে না। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে মাঠে নামতে বাধার মুখে পড়বেন। তাই স্কোয়াডে থাকলেও নিশ্চয়তা নেই। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালীন ওই ঘটনায় স্টোকসের সঙ্গে থাকা ওপেনার অ্যালেক্স হেলসও পূর্ণ শক্তির ১৬ সদস্যের টিমে সুযোগ পেয়েছেন।

তারকা অলরাউন্ডার স্টোকসকে ছাড়া ব্রিসবেন ও অ্যাডিলেডে টানা দুই টেস্টে হেরে গেছে ইংলিশরা। তাদের সামনে পাঁচ ম্যাচের সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। পার্থে ১৪ ডিসেম্বর শুরু তৃতীয় টেস্ট।

মেলবোর্নে আগামী ১৪ জানুয়ারি প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। বাকি চার ম্যাচ যথাক্রমে ১৯, ২১, ২৬ ও ২৮ জানুয়ারি।

ইংল্যান্ড স্কোয়াড: ইয়ন মরগান (অধিনায়ক), জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, স্যাম বিলিংস, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস উকস, আদিল রশিদ, ডেভিড উইলি, লিয়াম প্লাঙ্কেট, টম কুরান, মার্ক উড, জ্যাক বল।

Similar Articles

Advertismentspot_img

Most Popular