ওষুধ প্রয়োগে মোটাতাজা করা গরু ধরতে হাটে অভিযান

0
99

ওষুধ প্রয়োগ করে কোনো গরু মোটাতাজা করা হয়েছে কি না, তা ধরতে ঢাকার কোরবানির পশুর হাটগুলোতে অভিযান চালাচ্ছে র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজ বৃহস্পতিবার রাজধানীর গাবতলী পশুর হাটের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ শেষে এ তথ্য জানিয়েছেন।

গাবতলী পশুর হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে জানিয়ে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, বিভিন্ন অসাধু ব্যবসায়ী হাটে আনা গরুর মধ্যে মোটাতাজাকরণ ওষুধ প্রয়োগ করেন। এ বিষয়ে ম্যাজিস্ট্রেট ও পশু ডাক্তারসহ হাটগুলোতে অভিযান চালাচ্ছে র‌্যাব। তাঁরা দেখছেন, কেউ মোটাতাজাকরণ ওষুধ প্রয়োগ করেছেন কি না। কোনো পশুকে ওষুধ খাইয়ে হাটে আনা হয়েছে, এমন কোনো ব্যবসায়ীকে পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন র‌্যাবের মুখপাত্র। করোনা সংক্রমণ প্রতিরোধে র‌্যাবের পক্ষ থেকে হাটগুলোতে মাস্ক বিরতণ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

খন্দকার আল মঈন বলেন, এ সময় জাল টাকার লেনদেন বাড়ে। হাটে র‌্যাবের জাল টাকা শনাক্তকরণ মেশিন রয়েছে। সন্দেহ হলে যে কেউ মেশিনের মাধ্যমে টাকা যাচাই করে নিতে পারবেন।

অনলাইনে কোরবানির পশু কেনাবেচায়ও নজরদারি করা হচ্ছে বলে জানান খন্দকার আল মঈন। র‌্যাবের এই কর্মকর্তা বলেন, গ্রাহক যেন কোনোভাবেই প্রতারিত না হন, তা নিশ্চিত করতে র‌্যাব সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

তিনি জানান, শৃঙ্খলা রক্ষায় বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালগুলোতে র‌্যাবের টিম রয়েছে। এবার ট্রেনের টিকিট কালোবাজারিতে জড়িত অভিযোগে কমলাপুর থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।