চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. রুহুল আমিন বলেছেন, ‘আমাদের দেশের শিক্ষাব্যবস্থা পরনির্ভরশীল। শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নৈতিকভাবে কোনো ছাত্র বেড়ে উঠছে না। শিক্ষা ব্যবস্থা সংস্কার ছাড়া আদর্শ জাতি গঠন সম্ভব নয়।’ চুয়াডাঙ্গা সদর উপজেলা ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
গতকাল শনিবার বেলা আড়াইটায় চুয়াডাঙ্গা চেম্বার ভবনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল কাদের মল্লিক।
সমাবেশে অ্যাড. রুহুল আমিন আরও বলেন, আলেম সমাজের মধ্যে যে অনৈক্য আছে, তা দূর করে ঐকম্যতে পৌঁছাতে হবে। জাতির এই ক্লান্তিলগ্নে ঐক্যবদ্ধভাবে জাতির জন্য কাজ করতে হবে। তিনি বলেন, ছোট ছোট বিষয়কে গুরুত্ব দিতে গিয়ে মৌলিক বিষয়গুলোতে আমরা একমত হতে পারছি না। আমাদেরকে মসজিদের ইমাম হওয়ার পাশাপাশি সমাজের ইমাম হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। এছাড়াও বক্তব্য দেন ওলামা বিভাগের জেলা সভাপতি মাওলানা লোকমান হুসাইন, জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, ছাত্রশিবিরের জেলা সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন, সদর উপজেলা জামায়াতের আমির বেলাল হুসাইন, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাড. হাসিবুল ইসলাম, বদরগঞ্জ বাকিবিল্লাহ কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জলিল হাওলাদার, ড. রুহুল আমিন ও খায়রুল ইসলাম।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা সাজিবুর রহমান, ইসলামী সংগীত পরিবেশন করেন মাওলানা ইকবাল হোসেন। সমাবেশ উপস্থাপনা করেন চুয়াডাঙ্গা পৌর ওলামা বিভাগের সভাপতি হাফেজ আব্দুস শুকুর।