বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ওয়্যারলেসে চার্জ হচ্ছে গাড়ি !

নিউজ ডেস্ক:

ইলেক্ট্রিক গাড়ির জন্য এবার তারবিহীন (ওয়্যারলেস) চার্জিং সুবিধা নিয়ে এসেছে বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ। কোম্পানিটির ৫৩০ই মডেলের হাইব্রিড গাড়িতে যুক্ত হতে যাচ্ছে নতুন এই প্রযুক্তি।

মোবাইলের ন্যায় ইন্ডাকশনের মাধ্যমে কাজ করা প্রযুক্তিটিও চার্জিং ম্যাটের মাধ্যমে কাজ করে। তবে গাড়িটি সেটির ঠিক ওপরে পার্ক করার সুবিধার্থে গাড়ির নিচে বেশ কিছু সেন্সর স্থাপন করা হবে।

বিএমডব্লিউর তথ্য অনুযায়ী, এটি গাড়িতে থাকা ৯ দশমিক ৪ কিলোওয়াটের ব্যাটারি তিন ঘণ্টা ৩০ মিনিটে চার্জ করতে পারবে। বিএমডব্লিউ এই প্রযুক্তি ৫৩০ই এর পাশাপাশি ৩৩০ই, ৭৪০ই ও এক্স৫ মডেলেও যুক্ত করার কথা বলেছে। তবে সিস্টেমটির মূল্য এবং কবে নাগাদ ইউরোপের বাইরে পাওয়া যাবে তা নিয়ে কিছু জানা যায়নি।

ওয়্যারলেস সুবিধা অফিস, শপিং মল থেকে শুরু করে রাস্তার পাশের পার্কিং সুবিধা ভবিষ্যতে যুক্ত করা হতে পারে। এর ফলে ইলেক্ট্রিক গাড়ির ব্যবহার উপযোগিতা বহুগুণ বেড়ে যাবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular