বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ওপেনার তামিম, দ্বাদশ ক্রিকেটার কোহলি !

নিউজ ডেস্ক:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন এ বাংলাদেশি ব্যাটসম্যান। আর তার সঙ্গে ওপেন করবেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। তবে ভারতের এ সময়ের সবচেয়ে খ্যাতিমান ক্রিকেটার বিরাট কোহলির একাদশে জায়গা হয়নি। তিনি দ্বাদশ প্লেয়ার হিসেবে খেলবেন।

আর এমন একাদশ সাজিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিজস্ব ওয়েবসাইট। যেখানে ওপেনার হিসেবে রয়েছেন তামিম। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ২২৩ রান করে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

ব্যাটে টাইগারদের হয়ে অসংখ্য রেকর্ডের মালিক তামিম সম্পর্কে বলা হয়, নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে তামিম ভূমিকা রাখতে পারেনি। তবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সে ছিলো ভয়ঙ্কর। আর সেমিতে ভারতের বিপক্ষেও এমন একটি ইনিংস দরকার। সে ইংলিশদের বিপক্ষে ১২৮ রান করেছে, যেখানে অজিদের বিপক্ষে তার ব্যাট থেকে এসেছে ৯৫ রান।

একাদশের অন্যরা হলেন, কেন উইলিয়ামসন, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, নিরোশান দিকভেলা (উইকেটরক্ষক), আদিল রশিদ, হাসান আলী, জস হ্যাজেলউড, মরনে মরকেল। দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

সূত্র: ক্রিকেট ডটকম এইউ

Similar Articles

Advertismentspot_img

Most Popular