বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ওজন না কমানোয় আমিরের সিনেমা থেকে বাদ বিজয়!

বিনোদন ডেস্ক:বলিউড সুপারস্টার আমির খানের আলোচিত ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় তামিল তারকা বিজয় সেতুপতির অভিনয় করার খবর শোনা গিয়েছিল। ভারতের একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, সিনেমায় আমিরের বন্ধুর চরিত্রে দেখা মিলবে বিজয়ের।

তবে এবার জানা গেল নতুন তথ্য। মুম্বাই মিররের বরাতে ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, আমির খানের সিনেমা থেকে বাদ পড়েছেন বিজয়। কারণ আমিরের চাহিদা অনুযায়ী ওজন কমাতে ব্যর্থ হয়েছেন তামিল তারকা। আর তাঁর স্থানে এই সিনেমায় মানব ভিজ শুটিং করেছেন।

এর আগে মুম্বাই মিরর জানিয়েছিল, আমির খানের ‘লাল সিং চাড্ডার’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন শাহরুখ খান। সিনেমাটির একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন কিং খান। শুধু তা-ই নয়, শাহরুখের শুটিংয়ের অংশ আমির খান নিজেই পরিচালনা করেছেন।

গত বছর নিজের জন্মদিনে ‘লাল সিং চাড্ডা’ সিনেমার ঘোষণা দেন আমির খান। এটি হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার অফিশিয়াল রিমেক। সিনেমাটি আমির খান প্রোডাকশনস ও ভায়াকম ১৮ মোশন পিকচার্স প্রযোজনা করছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular