বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ঐশ্বরিয়ার বাবা আর নেই !

নিউজ ডেস্ক:

সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের বাবা কৃষ্ণরাজ রাই আর নেই। দীর্ঘদিন ধরেই মারণব্যাধী ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে শনিবার বিকেলে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি৷

ঐশ্বরিয়া রাই বচ্চনের মুখপাত্র জানিয়েছেন, প্রায় দু’সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন কৃষ্ণরাজ রাই। এজন্য ঐশ্বরিয়া প্রতিদিন তাঁর বাবাকে দেখতে আসতেন হাসপাতালে। কাজের সূত্রে অভিষেক দীর্ঘদিন ধরে নিউইয়র্কে থাকা স্বত্ত্বেও কিন্তু ঐশ্বরিয়া মুম্বাইতে ছিলেন তাঁর বাবার জন্যই। হাসপাতালে ভর্তি থাকাকালীন এশ্বরিয়ার শ্বশুর অমিতাভ বচ্চন এবং শাশুড়ি জয়া বচ্চনও কৃষ্ণরাজ রাইকে দেখতে যেতেন।

ভারতীয় গণমাধ্যমে খবর, কৃষ্ণরাজ রাই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। আগামী দু’সপ্তাহের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়ারও কথা ছিল। তার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular