ঐক্যফ্রন্টের ঐক্য তেল-জলের মতো : আইনমন্ত্রী

0
28

নিউজ ডেস্ক:

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের ঐক্য ছিল তেলে-জলের মতো। তাদের এজেন্ডা ছিল ব্যক্তিগত। যেহেতু তাদের ব্যক্তিগত এজেন্ডা নষ্ট হয়ে গেছে, সেহেতু তারা পরস্পরের কথা শুনবে কেন।

আজ মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপি অংশ না নেওয়া প্রসঙ্গে আনিসুল হক বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে দেশে উন্নয়ন তারা চান না। তারা জানে জনগণ তাদের চায় না। তাই তারা একটা উছিলা খুঁজে নির্বাচন বর্জন করার চেষ্টা করছে। তাতে নির্বাচন প্রক্রিয়া কোনোভাবেই ব্যাহত হবে না। এদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় থাকবে।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, এম জি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূঁইয়া বকুল, পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েলসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।