এ সপ্তাহের রাশিফল (১৯-২৫ আগস্ট) !

0
83

নিউজ ডেস্ক:

১৯ থেকে ২৫ আগস্ট ২০১৭ পর্যন্ত ১২ রাশির পূর্বাভাস :

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : যোগাযোগমূলক কাজে ব্যস্ততা বাড়বে। কোথাও বেড়াতে যেতে পারেন। পারিবারিক কোনো বিষয়ে চিন্তা বাড়বে। মাতৃস্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে। ফটকা কারবার ঝুঁকিপূর্ণ। নিজ ভুলে কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। সম্ভাব্যক্ষেত্রে সন্তানলাভের যোগ রয়েছে। প্রেমের সম্পর্কে ইতিবাচক কোনো খবর আশা করতে পারেন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) :  হাতে অর্থকড়ি আসতে পারে। গৃহে অতিথি আসতে পারে। সুন্দর ব্যবহারের মাধ্যমে কোনো সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। ছোট ভাইবোনের বিষয়ে চিন্তিত হতে পারেন। যোগাযোগমূলক কাজে সাময়িক প্রতিবন্ধকতা দেখা যেতে পারে। প্রেম রোমাঞ্চ শুভ। চলাফেরায় সতর্ক থাকুন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন) : শরীর ও মন মোটামুটি ভালো থাকবে। বিশেষ কোনো রঙয়ের প্রতি আগ্রহবোধ করবেন। আত্মপ্রতিষ্ঠার লক্ষ্যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। ভ্রমণ হতে পারে। স্পষ্টবাদীতার কারণে কেউ আপনাকে ভুল বুঝতে পারে। সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে স্থান-কাল-পাত্র বুঝে কথা বলুন। স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হতে পারে।

কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) : আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হবে। অপ্রয়োজনীয় ব্যয় বাড়বে। চলাফেরায় বিশেষভাবে সতর্কতার প্রয়োজন আছে। অসতর্কতায় কোনো ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। কোনো উৎস থেকে অর্থ পেতে পারেন। ভ্রমণের মাধ্যমে লাভবান হতে পারেন। শরীর স্বাস্থ্যের ব্যাপারে সচেতনতার দরকার আছে।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট) : আয় ‍উপার্জন বৃদ্ধি পেতে পারে। অভিজ্ঞ কারো দিকনির্দেশনা লাভ করতে পারেন। বড় ভাইবোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ব্যয় বাড়বে। পুরোনো কোনো ব্যাধিতে ভুগতে হতে পারে। কারো কারো ক্ষেত্রে হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : পেশাগত বিষয়ে কোনো খবর পেতে পারেন। চাকরিপ্রার্থীরা ইতিবাচক কোনো খবর আশা করতে পারেন। সামাজিক কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারেন। কারো কারো ক্ষেত্রে বিশেষ কোনো কাজে নেতৃত্বের সুযোগ আসতে পারে। বড় ভাইবোনের বিষয়ে চিন্তিত হতে পারেন। আয় উপার্জনের পথে সাময়িক কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : পেশা কিংবা উচ্চশিক্ষার্থে প্রবাসযাত্রা হতে পারে। বৈদেশিক বাণিজ্যে লাভের যোগ রয়েছে। পেশাগত দায়িত্ব বাড়বে। কারো কারো ক্ষেত্রে পেশা পরিবর্তনের সুযোগ আসতে পারে। পদস্থদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। প্রাজ্ঞ কারো ‍দিকনির্দেশনা লাভ করতে পারেন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : সাময়িকভাবে সময় খুব একটা ভালো যাবে না। কোনো ধরনের জটিলতা দেখা যেতে পারে। মানসিক চাপ বাড়তে পারে। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কারো কারো ক্ষেত্রে প্রবাস সংক্রান্ত বিষয়ে জটিলতা দেখা যেতে পারে।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) :  কোনো বিষয়ে চুক্তি হতে পারে। অবিবাহিত কারো কারো ক্ষেত্রে বিয়ের আলোচনা হতে পারে। উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে বিরোধ দেখা যেতে পারে। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ভাগ্যোন্নয়নে বিশেষ কারো সহযোগিতা কিংবা পরামর্শ পেতে পারেন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : শরীর মোটামুটি ভালো থাকবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। প্রয়োজনে সহকর্মীদের সহযোগিতা আশা করতে পারেন। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন। নতুন চুক্তি ঝুঁকিপূর্ণ। ভুল সিদ্ধান্তের জন্যে প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। পেশাগত দিক ভালো যাবে। আপনার লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাবেন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : সৃজনশীল কাজে আনন্দ পাবেন। গবেষণামূলক কোনো কাজের স্বীকৃতি পেতে পারেন। আনন্দ বিনোদনে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। প্রেম রোমাঞ্চ শুভ। শরীর স্বাস্থ্যের ব্যাপারে সচেতনতার প্রয়োজন আছে। কোনো কারণে সাময়িকভাবে সময় আপনার প্রতিকূলে যেতে পারে। মানসিক চাপ বাড়তে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিয়ের যোগ রয়েছে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। আপনার কোনো লক্ষ্য অর্জন হতে পারে। বিলাসজাত দ্রব্য কেনাকাটা হতে পারে। প্রেমের সম্পর্ক ভালো যাবে না। সন্তানসম্ভবা মায়েদের বিশেষ স্বাস্থ্যসচেতনতার প্রয়োজন আছে। পেশাক্ষেত্রে কাজের চাপ বাড়বে। ব্যবসায়িক দিক ভালো যাবে। কারো সঙ্গে চুক্তি হতে পারে।