এমবিএ পাস করা ছিনতাইকারী !

0
37

নিউজ ডেস্ক:

ক্যারিয়ারটা দারুণ হতে পারতো ভারতের পশ্চিমবঙ্গের সাদ্দাম কবিরের। সম্মানজনক এমবিএ ডিগ্রী করেছেন তিনি।
এরপর একটি ব্যাংকে চাকরিও করেন। তবে সুন্দর জীবনের ‘সমাপ্তি’ ঘটে এখানেই। এমবিএ পাস করা এই যুবক পেশা হিসেবে নেন ছিনতাইকে। তবে শেষ রক্ষা হয়নি তার। পুলিশের হাতে ধরা পড়তে হয়েছে সাদ্দামকে।

সম্প্রতি লেকটাউন এলাকা থেকে ধরা পড়েন তিনি। পুলিশ জানায়, এমবিএ করার পর তিনি একটি ব্যাংকে কর্মকর্তার চাকরি নেন। কিন্তু এক সময় নেশায় জড়িয়ে পড়েন। টাকা জোগাড় করতে তিনি চাকরি ছেড়ে ছিনতাইকে পেশা হিসেবে নেন।

একের পর এক ছিনতাই করে পুলিশের নাগালের বাইরে ছিলেন সাদ্দাম। সর্বশেষ একটি মোটরসাইকেল ছিনতাই করার পর তিনি ধরা পড়েন।

সূত্র: এনডিটিভি