বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

এমপিওভুক্ত হচ্ছেন ১৩১৮ শিক্ষক-কর্মচারী !

নিউজ ডেস্ক:

দেশের বিভিন্ন স্কুল-কলেজে নিয়োগপ্রাপ্ত আরো ১ হাজার ৩১৮ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হবে।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এমপিওভুক্তকরণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

অধিদপ্তরের একাধিক সূত্রে জানা যায়, রংপুর অঞ্চলে সর্বোচ্চ ২৫৫ জন আর সিলেটে সর্বনিম্ন ৫২ জন এমপিওভুক্ত হচ্ছেন। রাজশাহীতে ১৭৬, ময়মনসিংহে ২০৬, খুলনায় ১৫৩, ঢাকায় ১৮৫, কুমিল্লায় ৯৯, চিটাগং ৬৪ এবং বরিশালে ১২৮ জন এমপিওভুক্ত হচ্ছেন।

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তাসহ, মাউশি অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন), পরিচালক (মাধ্যমিক), নয় অঞ্চলের পরিচালক ও উপপরিচালকসহ প্রায় ৩৫ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular