শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

এমইএস কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব

ওমরগণি এমইএস কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গত ১৮ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো বসন্ত বরণ ও পিঠা উৎসব। উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আ.ন.ম সারওয়ার আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইএস কলেজ গভর্নিং বডির সদস্য প্রফেসর মনসুর উদ্দিন আহমেদ।

অধ্যাপক আবু নাঈম ইব্রাহিম ও অধ্যাপক ববি বড়ুয়া’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রেজাউল করিম সিদ্দিকী,অধ্যাপক নুরুল আমিন সহ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

ঋতুরাজ বসন্ত বরণে ছাত্রীদের পরনে ছিল হলুদ শাড়ি। খোঁপায় ছিল নানান ফুলের মালা। ছেলেরাও সেজে ছিলো পাঞ্জাবিতে। যেন ঋতুরাজ বসন্ত তার সকল রঙে ধরা দিয়েছে কলেজ প্রাঙ্গণে।

বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সাথে মিশে আছে পিঠা-পুলি। আধুনিকতার ছোঁয়ায় ও নগরায়নের ফলে এই পিঠা উৎসব বিলুপ্তির পথে। বাঙালির এই পিঠা উৎসবের সংস্কৃতিকে ধরে রাখতে এদিন পিঠা উৎসবের ও আয়োজন ছিলো। হরেক রকমের পিঠার পসরা নিয়ে বিভিন্ন স্টল সাজান কলেজের শিক্ষার্থীরা।

বসন্ত বরণ ও পিঠা উৎসব উপলক্ষে এদিন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Similar Articles

Advertismentspot_img

Most Popular