শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

এভারেস্টের চূড়ায় বিয়ে করলো যে যুগল !

নিউজ ডেস্ক:

বিয়ের জন্য মাউন্ট এভারেস্টের চূড়ায়! আশ্চর্যজনক হলেও এমন কাণ্ড ঘটিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক যুগল। বিয়ে করলেন মাউন্ট এভারেস্টের চূড়ায়। টানা তিন সপ্তাহ ট্র্যাকিং করে তারা ভূ-পৃষ্ঠ থেকে ১৭০০০ ফুট উচ্চতায় ওঠেন বিয়ে করার জন্য।

তারা হলেন-৩৫ বছর বয়সী জেমস সিসম এবং ৩২ বছর বয়সী অ্যাশলে স্কিমিয়েদার, দুজনেই যুক্তরাষ্ট্রর ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। এমনকি তাঁরা চার্লিটন চার্চিল নামে একজন ফটোগ্রাফারকেও সঙ্গে নেন ছবি বিয়ের তোলার জন্য। এই ফটোগ্রাফার এভারেস্টে ওঠার পুরো প্রক্রিয়াসহ বিয়ে পর্যন্ত সব ঘটনার ছবি তোলেন।

জেমস ও অ্যাশলে জানান, ‘সবাই যেভাবে বিয়ে করে তারচাইতে একটু আলাদা ভাবে আমরা বিয়ে করতে চেয়েছি। একবছর ধরে আমরা পরিকল্পনা করি কী করা যায়। এরপর আমরা সিদ্ধান্ত নিই, বিয়ে হবে এভারেস্টের ওপর। এরপর তারা এ বছরেরই ১৬ মার্চে আঙটি বদল করেন। বিয়ের অনুষ্ঠানটি এবং অনুষ্ঠানের জায়গাটা একটু ব্যতিক্রমী। তবে এই দম্পতি তাদের বিয়ের পোশাক ঠিকঠাকমতোই পরেছিলেন। কনে অ্যাশলে পরেন সাদা গাউন আর বর জেমস পরেছিলেন কালো স্যুট-প্যান্ট।

ফটোগ্রাফার চার্চিল বিয়ের কিছু ছবি প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে। ছবিগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে পড়ে কারণ ছবিগুলো খুব ব্যতিক্রমী আর সুন্দর। তবে এই বিয়েসংক্রান্ত পর্বতারোহন অতটা সহজও কিন্তু ছিল না।

চার্চিল ইনস্টাগ্রামে লিখেছেন, ‘জেমস ও অ্যাশলে যেখানে বিয়ে করেন সেখানে তাপমাত্রা ছিল মাইনাস পাঁচ থেকে পাঁচ ডিগ্রির মধ্যে। জুস আর স্যুপ খেয়ে শরীরের তাপমাত্রা ঠিক রাখতে হচ্ছিল সবাইকে। ‘ চার্চিল আরো জানান, আমাদের মোট দেড় ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। এর মধ্যে আমরা এভারেস্টে উঠেছি, খাওয়া-দাওয়া করেছি এবং এরই মধ্যে ওরা বিয়ে করেছে।

সূত্র: গ্লোবাল নিউজ ডটকম

Similar Articles

Advertismentspot_img

Most Popular