নিউজ ডেস্ক:
ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের মাঠে ২-০ গোলে হেরে গেছে চেলসি।রবিবার রাতে গুডিসন পার্কে ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় এভারটন। ৪৯ মিনিটে চলতি মৌসুমে লিগের নিজের ১২তম গোলটা করেন রিচার্লিসন।
৭২ মিনিটে এভারটনের ব্যবধান দ্বিগুণ করেন গিলফি সিগুর্ডসন। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।২০১৩ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম এভারটনের মাঠে কোনো গোল করা ছাড়াই হারল চেলসি। সেবার হোসে মরিনহোর অধীনে ১-০ গোলে হেরেছিল তারা।৩০ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে চেলসি। এক ম্যাচ বেশি খেলা এভারটন ৪০ পয়েন্ট নিয়ে আছে একাদশ স্থানে। ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল।