বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

এবার শৈলকুপায় পূর্ব শত্রুতার জের ধরে শিশু হত্যা চেষ্টা !

ঝিনাইদহ প্রতিনিধিঃ

এবার ঝিনাইদহ শৈলকুপা উপজেলার ৩নং দিকনগর ইউনিয়নের গোপালপুর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে হাসিব(১০) নামের এক শিশুকে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। ৩নং দিকনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের ঝিনাইদহ জেলা যুবলীগ নেতা হেলাল শেখের ছোট ভাই ১০ বৎসরের শিশু হাসিবকে হত্যার উদ্দেশ্য দূর্বৃত্তরা আছাড় মেরে, গলা টিপে, লাথি, কিলঘুষি মেরে গুরুতর আহত করেছে। জেলা যুবলীগ নেতা হেলাল শেখের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব সংক্রান্তে পূর্ব শত্রুতা চলে আসছিল। এরই জের ধরে গত সোমবার (২৫ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে জেলা যুবলীগ নেতা হেলাল শেখের বাড়িতে ঢুকে তাকে না পেয়ে তার ছোট ভাইকে ধরে নিজ বাড়ির উঠানে প্রকাশ্যে দিবালোকে ৫-৬ জন দূর্বৃত্তরা এই বর্বরতার চালায়। হাসিবকে হত্যার চেষ্টায় লাথি, কিলঘুষি, গলা টিপে ও আছাড় মারায় সাথে সাথে হাসিব মাঠিতে লুটিয়ে পরে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় হাসিব কে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে শিশু হাসিব সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular