বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

এবার শামির পক্ষ থেকে টাকা নিয়ে ডিভোর্সের দেওয়ার প্রস্তাব !

নিউজ ডেস্ক:

আবারও আলোচনায় ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি ও তার স্ত্রী হাসিন জাহানের বিবাদ। এবার শামির পক্ষ থেকে টাকা নিয়ে ডিভোর্সের দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করেছেন হাসিন।

শামি-হাসিন মামলার পরবর্তী শুনানি ১৯ জুন। সোমবার আলিপুর আদালতে বিচারক নেহা শর্মার এজলাসে মামলাটির শুনানি ছিল। এ সময় শামির আইনজীবী সেলিম রহমান, নাজমুল আলম সরকার এবং হাসিন জাহানের আইনজীবী জাকির হোসেন সময় চাওয়ায় ১৫ দিন পর ফের শুনানি হবে বলে জানিয়েছেন বিচারক।

জানা গেছে, মাঝের এই সময়ে শামির সঙ্গে কোনো কথা হয়নি হাসিনের। তবে শামির পক্ষ থেকে তার কাছে টাকা নিয়ে ডিভোর্স দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন হাসিন।

তিনি জানান, ‘শামির সঙ্গে কথা হয়নি। কিন্তু পরিচিতের মাধ্যমে আমাকে টাকা নিয়ে ডিভোর্স দিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু আমি ডিভোর্স দেওয়ার জন্য বিয়ে করিনি। শামি নিজের পুরো সম্পত্তি আমার নামে করে দিলেও ওকে ডিভোর্স দেব না।’

এ সময় হাসিনের আরও দাবি, ‘শামি ওর আত্মীয়র মাধ্যমে খবর পাঠিয়েছে ঈদের পাঁচদিন পর ভাইয়ের শ্যালিকাকে বিয়ে করবে।’

পাশাপাশি পিতা শামির দায়বদ্ধতা নিয়ে হাসিন বলেন, ‘বেবো প্রতিদিন কান্নাকাটি করে। অথচ শামি আইপিএল খেলতে কলকাতায় এসেও মেয়ের সঙ্গে দেখা করতে চায়নি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular