বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

এবার রাগিনীর শরীরী আবেদন আরও ঝড় তুলবে! (ভিডিও)

নিউজ ডেস্ক:

‘রাগিনী’ ছবিতে আগের বার সানি লিওন ছিলেন বলে আকর্ষণটা ছিল মাত্রাতিরিক্ত। যদিও এবার সানি নেই, তবে আবেদন কিন্তু কমেনি রাগিনীর।

রাগিনী এমএমএস রিটার্নসে রিয়া সেন আর কারিশমা শর্মা মিলে ঝড় তুলে দিয়েছেন। ছবির ট্রেলারও প্রকাশ পেয়েছে সম্প্রতি। আর তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, রাগিনী এমএমএস রিটার্নস কি হরর কমেডি? নাকি এরোটিক কমেডি?

একতা কাপুর যখন রাগিনী এমএমএস শুরু করেছিলেন, ভৌতিক ছবি হিসেবেই শুরু করেছিলেন। কিন্তু ভূতকে ছাপিয়ে যায় শরীরী আবেদন। কাইনাজ মোতিভালা ও রাজকুমার রাও মিলে ছবিটিকে অন্য মাত্রা দিয়েছিলেন। শরীরি আবেদন সেখানে ছিল। কিন্তু ঝড় তুলে দিয়েছিল সানি লিওন। রাগিনী ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয়ভাগে তিনিই ছিলেন মধ্যমণি। তখন থেকে উপচে পড়তে শুরু করল সেনসেশন। কিন্তু সানির আবেদনই আলাদা। সানির নামেই বিক্রি হয়ে যায় টিকিট। কিন্তু এবার তো সেই সানি নেই। কিন্তু বাকি যারা আছেন, তারাই বা কম কী? রিয়া সেন এমনিতেই আবেদনময়ী। কারিশমাও কিছু কম যান না। পেয়ার কা পঞ্চনামা ২-এ তিনি তা প্রমাণ করে দিয়েছেন। এই দুই রমণী মিলে রাগিনীর আবেদন কমতে তো দেননি, বরং আরও বাড়িয়ে দিয়েছেন বলতে অত্যুক্তি হয় না।

ছবির পোস্টারে লেখা আছে “রাগিনী ইজ ব্যাক”। সত্যিই যে রাগিনী ফিরে এসেছে তার প্রমাণ দিয়ে দিল ট্রেলার। সেটা অবশ্য ভৌতিক দিক থেকে নাকি শরীরী আবেদনের দিক থেকে, তা না হয় তোলা থাক। বিতর্কে না গিয়ে এটুকু বলা যায়, ছবির ট্রেলার যৌন আবেদনে ভরপুর। একাধিক উত্তেজক দৃশ্যতেই ভরা ট্রেলার। ভূত এখানে গৌণ। রিয়াকে অবশ্য ট্রেলারে চোখে পড়েনি। তিনি নাকি ছবিতে ভূত হয়েছেন৷ তবে রিয়ার সেনসেশন মিস হবে না৷ শোনা যাচ্ছে, ভূতের ব্যাকগ্রাউন্ড স্টোরিতে নাকি রিয়ার আবেদন উপভোগ করতে পারবে দর্শক। জানা যায়, আগামী ২১ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular