এবার রঙিন স্ট্যাটাস হবে হোয়াটসঅ্যাপেও !

0
28

নিউজ ডেস্ক:

ফেসবুকের পর এবার হোয়াটসঅ্যাপেও রঙিন স্ট্যাটাস পোস্ট করার ফিচার চালু করা হচ্ছে। ইউজারদের জন্য এই নতুন ফিচারটি খুব শিগগিরই চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফলে নতুন এই ফিচার ব্যবহার করে রঙিন ব্যাকগ্রাউন্ডে টেক্সট স্ট্যাটাস পোস্ট করতে পারবেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইউজাররা।

প্রসঙ্গত, গত বছরের শেষ দিকে অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য রঙিন স্ট্যাটাস পোস্ট করার ফিচার নিয়ে এসেছিল ফেসবুক। এর ফলে রঙিন ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ফন্ট ও ইমোজিসংবলিত টেক্সট স্ট্যাটাস পোস্ট করতে পারেন ইউজাররা, যা এরই মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।

তাই ধারণা করা হচ্ছে, হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারটিও ইউজারদের মধ্যে আলোড়ন তৈরি করবে।