যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই কোস্টগার্ডের প্রধান কমান্ড্যান্ট অ্যাডমিরাল লিন্ডা লি ফাগানকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই পদক্ষেপের মাধ্যমে তিনি বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নিয়োগপ্রাপ্ত গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের মধ্যে একজনকে অপসারণ করলেন। বিষয়টি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও রিউটার্স।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের প্রথম কর্মদিবসেই ফাগানকে বরখাস্ত করা হলেও বিষয়টি গতকাল মঙ্গলবার প্রকাশ্যে আসে। ফাগান ছিলেন মার্কিন সশস্ত্র বাহিনীর কোনো শাখায় শীর্ষপদে নিয়োগ পাওয়া প্রথম নারী। ২০২১ সালে সাবেক প্রেসিডেন্ট বাইডেন তাকে মার্কিন কোস্টগার্ডের নেতৃত্বে নিয়োগ দিয়েছিলেন।
ফাগানের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী বেঞ্জামিন হাফম্যান। তিনি কোস্টগার্ডের ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় বলেন, দীর্ঘদিনের পেশাগত দায়িত্ব পালন শেষে ফাগানকে তাঁর পদ থেকে অপসারণ করা হয়েছে।