বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

এবার মোনাকোকে হারাল অপ্রতিরোধ্য পিএসজি !

নিউজ ডেস্ক:

দারুণ সময় পার করছে পিএসজি। কাভানি ও নেইমারের দুর্দান্ত ফর্ম ধারাবাহিকভাবে জয় এনে দিচ্ছে ক্লাবটিকে।
বর্তমান ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন মোনাকোকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি। লিগের শক্ত প্রতিপক্ষকে হারাতেও খুব একটা বেগ পেতে হয়নি উনাই এমেরির দলের।

রবিবার রাতের জয়ে লিগে ১৪ ম্যাচে অপরাজিত থাকা পিএসজি মোনাকোর বিপক্ষে সহজ এক জয় তুলে নেয়। ম্যাচের ১৯ মিনিটে ড্রাক্সলারের বাড়ানো বলে প্রতিপক্ষের গোলমুখ খোলেন দুর্দান্ত ফর্মে থাকা কাভানি। লিগে ১৬তম ও চলতি মৌসুমে নিজের ২২তম গোলটি করেন উরুগুয়ে তারকা।

পরে ম্যাচের ৫২ মিনিটে স্পটকিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। লিগে ৮ম ও মৌসুমে ১৫ ম্যাচে ১৪তম গোল এটি তার।

ম্যাচের ৮১ মিনিটে একটি গোল পায় মোনাকো। হোয়াও মৌতিনহোর ফ্রি-কিক এমবাপের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়িয়ে যায়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular