বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

এবার বড়পর্দায় একসঙ্গে মোশাররফ করিম ও মাহি !

নিউজ ডেস্ক:

ছোটপর্দা ও বড়পর্দা দুই ভুবনের শীর্ষ দুই তারকা মোশাররফ করিম ও মাহিয়া মাহি। এবার জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন তারা। ছবির নাম ‘ফালতু’, পরিচালনায় ওয়াজেদ আলী সুমন। সিনেমাটিতে মাহির নায়ক হিসেবে দেখা যাবে মোশাররফ করিমকে।

ছবির নির্মাতা সুমন জানান, অনেক কাঠ খড় পুড়িয়ে অবশেষে মোশাররফ-মাহির শিডিউল একসঙ্গে মিলেছে। ‘সেপ্টেম্বর মাসের ৭ তারিখ থেকে শুটিং শুরু করতে যাচ্ছি। গাবতলী, সদরঘাটে শুটিং হবে। ’

এ প্রসঙ্গে মাহি বলেন, ‘পরিচালকের সঙ্গে কথা হয়েছে। শিডিউলের কথাও শুনেছি। কাজটি করব। তবে এখনো চুক্তি হয়নি। ‘

মাহি বর্তমানে ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবির শুটিং করছেন। এছাড়া তার হাতে রয়েছে ‘তুই শুধু আমার’, ‘পবিত্র ভালোবাসা’, ‘জান্নাত’ শিরোনামের ছবিগুলো। অন্যদিকে মোশাররফ করিম বড়পর্দায় অভিনয় করেছেন ‘দারুচিনি দ্বীপ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘প্রজাপতি’, ‘জালালের গল্প’, ‘অজ্ঞাতনামা’ ছবিগুলোতে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular