এবার বন্যাদুর্গতের পাশে পুলিশ

0
1

বন্যাদুর্গতদের উদ্ধারে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, বিজিবি, কোস্টগার্ড, র‍্যাবের পর এবার যোগ দিলো বাংলাদেশ পুলিশ। এছাড়া প্রয়োজনীয় সহযোগিতার জন্য যোগাযোগ করতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করতে বলা হয়েছে।

আজ শুক্রবার (২৩ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, বিভিন্ন জেলায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ

প্রয়োজনীয় সহযোগিতার জন্য ৯৯৯ নম্বরে ফোন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া জেলাভিত্তিক উদ্ধারে পুলিশ কর্মকর্তাদের মোবাইল নম্বর-

জেলা পুলিশ, নোয়াখালী
+8801320111898

বিজ্ঞাপন

জেলা পুলিশ, লক্ষ্মীপুর
+8801320112898

জেলা পুলিশ, ফেনী
+8801320113898

জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়া
+880 1320-115898

জেলা পুলিশ, কুমিল্লা
+880 1320-114898

জেলা পুলিশ, চাঁদপুর
+880 13 2011 6898

জেলা পুলিশ, রাঙ্গামাটি
+8801320109898

জেলা পুলিশ, বান্দরবান
+8801320110898

জেলা পুলিশ, খাগড়াছড়ি
+8801320110398

জেলা পুলিশ, চট্টগ্রাম
+8801320108398

জেলা পুলিশ, কক্সবাজার
+8801320109398

জেলা পুলিশ, মৌলভীবাজার
+880 1320-120698

জেলা পুলিশ, হবিগঞ্জ
+880 1320-119698