বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

এবার পাইলটের ভূমিকায় দেব !

নিউজ ডেস্ক:

এবার পাইলটের ভূমিকায় দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেতা দেবকে। ছবির নাম ‘ককপিট’। এ বছর ঈদেই মুক্তি পাচ্ছে দেবের ‘চ্যাম্প’ ছবিটি। এর প্রচারণার পাশাপাশি ‘ককপিট’ ছবির প্রস্তুতি নেয়াও শুরু করেছেন দেব।

‘ককপিট’ ছবিটি পরিচালনা করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়। সম্প্রতি দুর্গাপুরের অণ্ডাল এয়ারপোর্টে ছবির লোকেশন দেখে এসেছেন দেব, কমলেশ্বর ও লাইন প্রোডিউসার প্রীতম চৌধুরী। জুন মাস থেকেই শুরু হবে ‘ককপিট’ ছবির শ্যুটিং।

দেবের ‘চ্যাম্প’ ছবিতে নায়িকার ভূমিকায় দেখা গেছে তার প্রেমিকা রুক্সিনীকে। তবে ‘ককপিট’এ দেবের নায়িকা কে হচ্ছেন তা এখনো জানা যায়নি।

মাঝ-আকাশে বিমান-বিপর্যয় নিয়েই ‘ককপিট’ ছবির গল্প। পাইলট হিসেবে দেব কীভাবে বিপর্যয় কাটিয়ে বিমানকে নিরাপদে অবতরণ করাবেন সেটাই নাকি ছবির মূল আকর্ষণ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular