বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

এবার পরকীয়া নিয়ে মুখ খুললেন মিথিলা

অনলাইন ডেস্কঃ

পেশাগত ও ব্যক্তিগত জীবন নিয়ে সমান আলোচিত রাফিয়াত রশিদ মিথিলা। কাজ করছেন দুই বাংলার ওটিটি কনটেন্ট ও সিনেমায়। সামলাচ্ছেন চাকরিও। এবার এ অভিনেত্রী মুখ খুললেন পরকীয়া নিয়ে।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা হয়েছে মিথিলার। সেখানেই বিষয়টি নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অভিনেত্রী। র‌্যাপিড ফায়ারে অংশ নিয়েছিলেন এই অভিনেত্রী। কথা বলেছেন স্বামী সৃজিত মুখার্জি ও সাবেক স্বামী তাহসান খানকে নিয়ে।

এ সময় মিথিলাকে প্রশ্ন করা হয় পরকীয়া নিয়ে। সেসময় সৃজিত ঘরণী বলেন, ‘এটা কী? আমি বুঝি না। আমি ব্যক্তিগতভাবে এসবে বিশ্বাস করি না।

মেয়ে ও প্রাক্তন স্বামী প্রসঙ্গে প্রশ্ন করা হলে মিথিলা বলেন, ‘আয়রা আমার জীবন। তাহসান বন্ধু, আয়রার বাবা।’তার কথায়, ‘আমি আয়রাকে দেখতে পেলাম না। আমি আর তাহসান লড়াই করলাম, এই ইগোর যুদ্ধে তো বাচ্চার ক্ষতি হবে। আমি আর তাহসান চৌদ্দ বছর একসঙ্গে থেকেছি।

ঈদে মুক্তি পেয়েছে মিথিলা অভিনীত ওয়েব কনটেন্ট ‘বাজি’। এর মাধ্যমে ফের একসঙ্গে দেখা গেছে তাহসান-মিথিলাকে। এখানে তাহসানকে দেখা গেছে ক্রিকেটারের ভূমিকায় এবং মিথিলাকে দেখা গেছে সাংবাদিকের চরিত্রে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular