বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

এবার নতুন সাজে কোহলি-অানুশকা !

নিউজ ডেস্ক:

ভারতীয ব্যাটিং সেনসেশন ও দলীয় অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সম্পর্ক নিয়ে ভক্তরা যতই চর্চা করুন না কেন, দু’জনেই কিন্তু এ বিষয়ে চুপ। কিন্তু, তারা যতই চুপ থাকুন না কেন, বিরাট কোহলি ও আনুশকা শর্মার সম্পর্ক নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই । আর সেই আগ্রহের মাত্রাকে আরো একধাপ এগিয়ে দিল বিরাট, আনুশকার নতুন ছবি।

সম্প্রতি আনুশকার ফ্যান পেজের পক্ষ থেকে একটি ছবি প্রকাশ করা হয়। যেখানে কোহলিকে পাঞ্জাবি, কুর্তা এবং আনুশকাকে লেহেঙ্গা পরে থাকতে দেখা যায়।

জানা যায়, একটি কম্পানির হয়ে বিজ্ঞাপনেই কোহলি-আনুশকাকে দেখা যায় ওই পোশাকে। তবে, অনুষ্ঠান বা উপলক্ষ্য যা-ই হোক না কেন, ওই ‘লাভবার্ডসকে’ একসঙ্গে ওই রকম পোশাকে দেখে তার ভক্তরা যে বেজায় খুশি হয়েছেন, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।

শুধু কি তাই, দিওয়ালির উপহার হিসেবে কোহলি-আনুশকার ওই ছবি তাদের ভক্তদের কাছে বেশ বড় পাওনা বলেই মন্তব্য করছেন অনেকে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular